টি-টোয়েন্টি-ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন সোহান

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:০৫, সোমবার, ১ আগস্ট, ২০২২, ১৭ শ্রাবণ ১৪২৯
নুরুল হাসান সোহান

নুরুল হাসান সোহান

শুধু সংক্ষিপ্ত সংস্করণেই নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও থাকছেন না এ উইকেটকিপার। তিন সপ্তাহের জন্য…

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নয়া অধিনায়ক নুরুল হাসান সোহান টি-টোয়েন্টি সিরিজে দারুণ নেতৃত্ব দিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েই দুঃসংবাদের মুখোমুখি হলেন। আঙুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি।

শুধু সংক্ষিপ্ত সংস্করণেই নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও থাকছেন না এ উইকেটকিপার। তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রবিবার (৩১ জুলাই) ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান নুরুল হাসান সোহান।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়