ফেরি ডুবে ৯৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:০৩, সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ২৫ চৈত্র ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

মোজাম্বিকের উত্তর উপকূলে একটি ফেরি বোট ডুবে শিশুসহ অন্তত ৯৪ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কমপক্ষে ২৬ জন।

৭ এপ্রিল, প্রায় ১৩০জন যাত্রী নিয়ে লাইসেন্সবিহীন ফেরিটি ডুবে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার আফ্রিকার এই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ফেরি ডুবে যাওয়ার খবর দেখানো হয়। দেশটির মেরিটাইম ট্রান্সপোর্ট ইনস্টিটিউটের (ইন্ট্রাসমার)প্রশাসক লরেনকো মাচাদো বলেন, মাছ ধরার ফেরিটি এমনিতেই ওভারলোড ছিল। আর ফেরিটির যাত্রী পরিবহনের লাইসেন্সও ছিল না।

তিনি আরও বলেন, সমুদ্রে ১৩৯ যাত্রী নিয়ে ফেরি ডুবির ঘটনা জানার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু হয়। ৯৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ২৬ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।

লোকদের নিয়ে ফেরিটি নামপুলা প্রদেশের লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল। তিনি বলেন, জোয়ারের ঢেউয়ের আঘাতে এটি ডুবে যায় বলে প্রাথমিক প্রতিবেদনে পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, সমুদ্র সৈকতে অনেক লাশ পড়ে আছে।কিছু লোক শিশুদের লাশ বহন করছে।

নামপুলা প্রদেশের সেক্রেটারি অফ স্টেট জেইমে নেটো বলেছেন, যাত্রীরা কলেরা থেকে পালিয়ে যাচ্ছিল। মোজাম্বিক এবং দক্ষিণ আফ্রিকার অন্যান্য দেশগুলি গত বছর থেকে কলেরার প্রাদুর্ভাবের সাথে লড়াই করছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়