রাশিয়ায় ভয়াবহ বন্যা, পানির নিচে ১০৪০০ বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৮, সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ২৫ চৈত্র ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

রাশিয়ায় গত কয়েকদিনে তুষার গলে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে উরাল নদীর পানি। এতে একটি বাঁধ ভেঙে গেছে এবং ৩৯টি অঞ্চলের ১০ হাজার ৪০০টি আবাসিক ভবন প্লাবিত হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তুষার গলে ইউরোপের কয়েকটি বৃহত্তম নদী উপচে গেছে। এরমধ্যে অন্যতম ইউরোপের তৃতীয় দীর্ঘতম নদী উরাল, যা উরাল পর্বতমালা থেকে কাস্পিয়ান সাগরে প্রবাহিত হয়।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, তুষার গলার কারণে শুক্রবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নদীর পানি কয়েক মিটার পর্যন্ত বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। বানের স্রোতে মস্কো থেকে এক হাজার ৮০০ কিলোমিটার পূর্বে ওরস্ক শহরে একটি বাঁধ ভেঙে যায়। এরপর কাজাখস্তানের কাছে ওরেনবুর্গ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে দেশটি। এছাড়া সাইবেরিয়া, ভলগা এবং রাশিয়ার মধ্যাঞ্চলেও বন্যার খবর পাওয়া গেছে।

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওরেনবুর্গ, কুরগান এবং টিউমেন অঞ্চলে বন্যা মোকাবিলায় সরকারকে বিশেষ কমিশন গঠন করতে বলেছেন। পুতিনকে পরিস্থিতি সম্পর্কে অবহিত রাখা হচ্ছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়