ইরান-ইসরায়েল ইস্যুতে যে কৌশল অবলম্বন করলো সৌদি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:২১, সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ইসরায়েলের ওপর ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর চলমান উত্তেজনার মধ্যেই এ ইস্যুতে কৌশলী অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাশালী দেশ সৌদি আরব। এক বিবৃতিতে দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার স্থানীয় সময় রাতে প্রথমবারের মতো তেল আবিবে হামলা চালায় তেহরান। চলমান এ পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যজুড়ে। ইরান-ইসরায়েল দ্বন্দ্বে সৌদি আরবের অবস্থান নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা।

বিবৃতিতে হামলার জন্য তেহরানকে কোনো নিন্দাও জানায়নি সৌদি আরব। পাশাপাশি এ সংঘাত যেন বিস্তার লাভ না করে সেজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে তারা।

এছাড়া উত্তেজনা আরো ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এ দেশ।

এদিকে ইসরায়েলের ওপর ইরানের নজিরবিহীন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে জর্ডান। তেল আবিবের দিকে ছোঁড়া বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটি। এতে নেতানিয়াহু প্রশাসনকে সাহায্য করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ৫টি সামরিক ঘাঁটি রয়েছে। আর জর্ডানের মতো ইসরায়েলকে সমর্থন করলে তাদের ওপরও ইরান চড়াও হতে পারে, এমন আশঙ্কা থেকেই দেশটি কৌশলী অবস্থানে রয়েছে বলে মত বিশ্লেষকদের।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়