গাছের ডাল কাটা নিয়ে চাচার সঙ্গে সংঘর্ষ, ভাতিজা নিহত

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:১০, সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

নিরবের সঙ্গে তার চাচা আব্দুল শেখের গাছের ডাল কাটা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিরব গুরুতর আহতসহ উভয়পক্ষের ৬ জন আহত হন।

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিরব শেখ (১৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।


রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোনা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফোরকান শেখের ছেলে।


জানা গেছে, নিরবের সঙ্গে তার চাচা আব্দুল শেখের গাছের ডাল কাটা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিরব গুরুতর আহতসহ উভয়পক্ষের ৬ জন আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নিরবকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়।

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে নিরবের পরিবারের সঙ্গে তার চাচার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

দিনবদলবিডি/Hossain

সর্বশেষ

পাঠকপ্রিয়