ইসরাইলের হামলায় গাজায় একদিনে নিহত ৪৬

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৫২, বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় নিহত হয়েছে ৩৩ হাজার ৮৪৩ জন। খবর আল-জাজিরার

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলছে, ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত আহত হয়েছে ৭৬ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলে হামলা চালায়। এরপর হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরাইল। যা এখনো চলছে।

এদিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সহায়তায় ২৮০ কোটি ডলারের অনুদানের তুলবে জাতিসংঘ।

ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের প্রধান আন্দ্রেয়া দে ডোমেনিকো জানান, এর ৯০ শতাংশ গাজার জন্য।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়