বিজিপির গুলিতে দুই বাংলাদেশি আহত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:০৭, রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৮ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মাঝেই নাফ নদে বাংলাদেশি দুই জেলেকে গুলি করে আহত করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

রোববার সকালে মাছ শিকার থেকে ফেরার সময় নাফ নদে তাদের ওপর বিজিপি সদস্যরা গুলি করে বলে কোস্টগার্ড সূত্র জানিয়েছে। আহতদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০)।

গুলিবিদ্ধ জেলেরা সাগরে মাছ ধরা শেষে ট্রলার নিয়ে নাফ নদ দিয়ে তীরে ফিরছিলেন। এ সময় টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি তাদের ওপর গুলিবর্ষণ করা হয়।

এমন পরিস্থিতিতে টেকনাফ সীমান্তের জল সীমানা পরিদর্শনে এসে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির সুযোগ নিতে চায় অনেক দুষ্কৃতকারী। কোস্টগার্ড এ বিষয়ে সজাগ রয়েছে।

এদিকে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেয়া হবে না বলে জানান তিনি।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়