চলতি অর্থবছরের জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৪১, মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১৮ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ…

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ। সদ্য সমাপ্ত জুলাই মাসে রপ্তানি হয়েছে ৩৯৮ কোটি ডলারের পণ্য।

মাসটিতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি প্রায় দুই শতাংশ বেশি। আগের অর্থবছরের একই মাসে রপ্তানির পরিমাণ ছিল ৩৪৭ কোটি ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ওয়েবসাইটে দেওয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানি অন্যান্য পণ্যের তুলনায় বেশি হয়েছে। পোশাকের রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ হারে। আর অন্যান্য পণ্যের রপ্তানির হার ১৪ দশমিক ৭২ শতাংশ।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়