এখন থেকে বিদ্যুৎ সংকটে লোডশেডিং হবে গুলশান-বনানীতে: প্রধানমন্ত্রীর নির্দেশনা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০৬, শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

গ্রামে লোডশেডিং কমিয়ে রাজধানীর গুলশান-বারিধারা-বনানীর মতো ‘অভিজাত এলাকা’য় লোডশেডিং দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ প্রতিমন্ত্রীকেও বলেছেন, তিনি যেন তার নিজের এলাকায় লোডশেডিং দেন।

৯ মে রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলাম, সহস্রাধিক মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, গ্রামে আর লোডশেডিং দেবেন না; দেবেন গুলশান, বারিধারা, বনানীর মতো ‘বড় লোক’দের জায়গায়, যারা সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করে।

সরকারপ্রধান বলেন, অভিজাত এলাকার বাড়িতে লিফট, টেলিভিশন, এয়ারকন্ডিশন- তাদের দুই ঘণ্টা করে লোডশেডিং দিলে অনেক সাশ্রয় হয়। তখন কৃষকের অভাব হবে না।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়