কক্সবাজারে হোটেলকক্ষে মিলল পর্যটকের লাশ
কক্সবাজার সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বিচ হোটেল থেকে সৌরভ সিকদার নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। সৌরভ ঢাকার পান্থপথ এলাকার বাসিন্দা। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই হোটেলের ৭১৭ নম্বর কক্ষে তার মরদেহ মেলে।
ঘটনাটি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস। সৌরভ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে সন্দেহ পুলিশের।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলে অবস্থান করছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটকও করেনি।
দিনবদলবিডি/এইচএআর