এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৩১, বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১৯ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতে টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে আসর…

সংযুক্ত আরব আমিরাতে টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে আসর।

মঙ্গলবার এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। সূচি ঘোষণার একদিন পরেই দল দিল পিসিবি। ওই দলে চমক কেবল ১৯ বছর বয়সী পেসার নাসিম শাহ। পেসার হাসান আলীকে বাদ দিয়ে তাকে নেওয়া হয়েছে।

এশিয়া কাপের দলে রাখা হয়েছে ইনজুরি আক্রান্ত বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়েন তিনি। এশিয়া কাপের আগে পুরোপুরি ফিট হলেই তাকে খেলানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের এশিয়া কাপের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হ্যারিস রউফ, ইফতেখার আহমেদ, খুলদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওযান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির। 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়