এনআরবি ইসলামিক লাইফের সিইও মো:শাহ্ জামাল হাওলাদারের সফলতার ৩ বছর।

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৩৯, মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

এই ইন্সুরেন্স কোম্পানির অন্যতম অঙ্গীকার ২৪ ঘন্টা থেকে  সাত দিনের মধ্যে মৃত বীমা দাবি পরিশোধ করা। অঙ্গীকার অনুযায়ী, দাবি পরিশোধ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাত্র ৪ দিনের মধ্যে গ্রাহকের মনোনীত-ব্যক্তিকে  বীমা দাবি পরিশোধ করা হয়।এছাড়া দেশীয় সকল জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে ১ম, ২য়, ও ৩য় বছরে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জন। 

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দেশের সাধারণ মানুষের মধ্যে আস্থা আনার লক্ষ্যে দেশের একটি শীর্ষস্থানীয় পূর্ণাঙ্গ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করছে।

গ্রাহক সেবার দৃঢ প্রতিজ্ঞায় দেশজুড়ে ৮৫ টি শাখায় ছড়িয়ে আছে এনআরবি ইসলামীক লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম। নিরলস ও নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করতে এনআরবি ইসলামিক লাইফ আছে সর্বদা এগিয়ে!

এই ইন্সুরেন্স কোম্পানির অন্যতম অঙ্গীকার ২৪ ঘন্টা থেকে  সাত দিনের মধ্যে মৃত বীমা দাবি পরিশোধ করা। অঙ্গীকার অনুযায়ী, দাবি পরিশোধ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাত্র ৪ দিনের মধ্যে গ্রাহকের মনোনীত-ব্যক্তিকে  বীমা দাবি পরিশোধ করা হয়।এছাড়া দেশীয় সকল জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে ১ম, ২য়, ও ৩য় বছরে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জন। ওভারসিজ ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 


এনআরবি ইসলামিক লাইফ অর্জিত প্রিমিয়াম ২০২১ সালে ৫ কোটি ৫৬ লাখ,২০২২ সালে ২৯ কোটি ৭০ লাখ,২০২৩ সালে ৪৬ কোটি ২৪ লাখ,২০২৪ সালে এপ্রিল পর্যন্ত ৮ কোটি ৯৩ লাখ।

এনআরবি ইসলামীক লাইফের সারা বাংলাদেশে মোট গ্রাহক সংখ্যা ২৭ হাজার ৩৮৭ জন।মোট সম্পদ ৪৪ কোটি ১৫ লক্ষ ৪২ হাজার ১৪৬ টাকা।লাইফ ফান্ড ১৬ কোটি ৬৩ লক্ষ ৫১ হাজার ৫২৮ টাকা।বিনিয়োগ ১৬ কোটি ৬৯ লক্ষ ৬৯ হাজার ৪৩৬ টাকা।বীমা দাবি পরিশোধ ১ কোটি ৬৬ লাখ টাকা।অনুমোদিত মুলদন ১০০ কোটি এবং পরিশোধিত মুলধন ১৮ কোটি টাকা।


এনআরবি ইসলামিক লাইফ এর সিইও মোঃশাহ জামাল হাওলদার বলেন নিয়ম অনুযায়ী এনআরবি ইসলামীক লাইফ ইনসুরেন্সের কার্যক্রম চলছে। বরং পূর্বের চেয়ে এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্সের কার্যক্রম আরও দুর্বার গতিতে এগিয়ে চলছে।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়