বিবিসির প্রতিবেদন

তাইওয়ান ছাড়লেন ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:২৮, বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১৯ শ্রাবণ ১৪২৯
বিদায় নেওয়ার সময় হাত নেড়ে অভিবাদন জানান ন্যান্সি পেলোসি

বিদায় নেওয়ার সময় হাত নেড়ে অভিবাদন জানান ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান ছেড়েছেন। একদিনের কম সময় সফর শেষে আজ বুধবার বিকালে তিনি তাইপের বিমানবন্দর ছাড়েন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান ছেড়েছেন। একদিনের কম সময় সফর শেষে আজ বুধবার বিকালে তিনি তাইপের বিমানবন্দর ছাড়েন।

পেলোসি বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের প্রতিনিধিদল তাইওয়ানে এসেছে দ্ব্যর্থহীনভাবে এটা স্পষ্ট করতে যে,  তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি আমরা ত্যাগ করব না। আমিও এই প্রতিনিধিদলের একজন গর্বিত সদস্য। আমরা আমাদের স্থায়ী বন্ধুত্বের জন্য গর্বিত।

তিনি বলেন, এখন আগের যেকোনো সময়ের চেয়ে তাইওয়ানের প্রতি আমেরিকার সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা আজ সেই বার্তাটিই এখানে নিয়ে এসেছি।

এর আগে মঙ্গলবার রাত ১০টায় মার্কিন একটি বিমানে তাইপের বিমানবন্দরে পা রাখেন ন্যান্সি পেলোসি। বেইজিং পেলোসির সফরের প্রতিবাদে দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ার ঘোষণা ছাড়াও সুনির্দিষ্ট লক্ষবস্তু লক্ষ্য করে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। সূত্র: বিবিসি

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়