আওয়ামী লীগের বিরুদ্ধে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছে কি বিএনপি: প্রশ্ন আসিফ নজরুলের

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৬, মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

লন্ডন থেকে ফোন পেলে বিএনপির নেতারা মনে করেন মন্ত্রী হয়ে গেছেন। তারাই আবার বিভিন্ন মঞ্চে বক্তৃতা দিয়ে গলা ফাটান। কিন্তু আওয়ামী লীগ যত অভিযোগ এনেছে বিএনপির বিরুদ্ধে এসবের কোনো কিছুরই সঠিক জবাব দিতে পারেন না।

রাজপথের আন্দোলনে বারবার হোঁচট খাচ্ছে বিএনপি। নানামুখী কর্মসূচি দিলেও সফলতার মুখ দেখেনি দলটি। উল্টো নিজেদের ব্যর্থতার দায় নিয়ম করে সরকারের ঘাড়ে ফেলার চেষ্টা চালান উচ্চপদস্থ নেতারা। এভাবেই বছরের পর বছর পার করেছে দলটি। এবার বিএনপির এমন গুরুত্বপূর্ণ ভুল ধরিয়ে দিলেন ঢাবি শিক্ষক ও বিএনপিপন্থী ‘থিংক ট্যাংক’ আসিফ নজরুল। আওয়ামী লীগের বিরুদ্ধে ‘কাউন্টার ন্যারেটিভ’ কেন তৈরি করতে পারেনি দলটি; এমন প্রশ্নও ছুড়ে দিয়েছেন এই অধ্যাপক।

সম্প্রতি রাজধানীর গুলশানে ‘খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠা‌নে বিএনপি নেতাদের ওপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় আপনাদের অনেক ঘাটতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে ঘাটতি হলো ‘কাউন্টার ন্যারেটিভ’। বিএনপি নিয়ে সরকার মহলের লোকজন হাজারও কথা বললেও আপনারা জবাব দিতে পারেন না। কারণ বিএনপির কোনো গবেষণাকেন্দ্র নেই। একনিষ্ঠ এমন একজন নেতাও খুঁজে পাওয়া যাবে না।’

বেগম জিয়ার মামলা প্রসঙ্গে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীর অভাব নেই। আদালতের বিভিন্ন নির্বাচনেও জিততে দেখি। কিন্তু খালেদা জিয়ার মামলায় অসঙ্গতি আছে কিনা; এর কোনো বিস্তা‌রিত গ‌বেষণা করেছেন বলে মনে অন্তত আমার মনে হয়নি। এছাড়া ইন্টারন্যাশনাল জুরিস কাউন্সিল বা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে ত্রু‌টিপূর্ণ বিচার বলে এখন পর্যন্ত প্রশ্ন তুলতে পারেননি তারা।’

ড. আসিফ বলেন, ‘লন্ডন থেকে ফোন পেলে বিএনপির নেতারা মনে করেন মন্ত্রী হয়ে গেছেন। তারাই আবার বিভিন্ন মঞ্চে বক্তৃতা দিয়ে গলা ফাটান। সেসব ছবি বা ভিডিও দলের মিডিয়া সেলে প্রচারও করা হয়। কিন্তু আওয়ামী লীগ যত অভিযোগ এনেছে বিএনপির বিরুদ্ধে এসবের কোনো কিছুরই সঠিক জবাব দিতে পারেনি বিএনপি। ব্যাখ্যামূলক কোনো কথাও শক্তভাবে দেশের মানুষের কাছে তুলে ধরেননি কোনো নেতা। তারা শুধু মুখেই সব কথা বলে বেড়ান।’

সাম্প্রতিক বিএনপির ওয়েবসাইটে প্রচারিত একটি ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘১৯৯৬ সালে সাক্ষাৎকার দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও দু-তিনদিন আগে আপলোড করা হয়। ওই সাক্ষাৎকারে জামায়াতের সঙ্গে আন্দোলন করা নিয়ে আওয়ামী লীগ সভাপতিকে প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে শেখ হাসিনা বলেছিলেন- ‘মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে গিয়েছি। কিন্তু নিজ আদর্শ থেকে বিচ্যুত হয়নি আওয়ামী লীগ।’

আরেকটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি শুধু আওয়ামী লীগ নেত্রী নন। সব বিরোধীদলের নেত্রী। বিরোধীদল বলতে তখন জামায়াতকেও বোঝানো হয়েছে। তিনি নিজামীকে পাশে নিয়েই সংসদ থেকে পদত্যাগ করেছেন।’ অথচ বিএনপি নেতারা কোনোদিনও এসব ডকুমেন্টটেড করে সঙ্গে সঙ্গে বলতে পারেননি। কখনও বলতেও পারেননি যে ‘আওয়ামী লীগ-জামায়াতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’

আসিফ নজরুল বলেন, 'কথায় কথায় বিএনপি নেতারা বলেন- ‘আমাদের সংবাদ কোনো গণমাধ্যমে তেমন প্রচার করা হয় না।’ তাহলে আপনারা কী করছেন? আপনাদের ওয়েবসাইটে ৩০ বছর আগের ভিডিও এখন কেন আপলোড হয়? এখানে দেয়া মানে কি শুধু জনসভায় ভাষণ দেয়া? মানুষকে সংগঠিত করা না? এটা ন্যারেটিভ যুগ। বয়ানের বিরুদ্ধে পাল্টা বয়ান দিতে হবে। দুর্ভাগ্য হলো বিএনপি আজও এসব করতে পারেননি' বলেও জানান আসিফ নজরুল।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়