আসছে গৌতম ঘোষের তথ্যচিত্র 'কলকাতায় মুজিব'

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৩, মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

  • তথ্যচিত্রটিতে বঙ্গবন্ধুর ছাত্রজীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তাঁর কর্মকাণ্ড তুলে ধরা হবে। 
  • এর মধ্যে জাতির জনকের কলকাতার মৌলানা আজাদ কলেজে পড়া,
  •  বেকার হোস্টেলে থাকা, ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, 
  • ব্রিগেডের ময়দানে আগুন ঝরানো ভাষণসহ 
  • কলকাতা শহরের বিভিন্ন অলিগলি ক্যামেরাবন্দি করছেন গৌতম ঘোষ।

ভারতের খ্যাতনামা চলচ্চিত্রকার গৌতম ঘোষের পরিচালনায় নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘কলকাতায় মুজিব’। ২৬ মে গণভবনে তথ্যচিত্রটির প্রিভিউ দেখে নির্মাণ সংশ্লিষ্টদের বিভিন্ন  মন্তব্য প্রদান করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রেন্ডস অব বাংলাদেশ ও বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই তথ্যচিত্র। জুনেই তথ্যচিত্রটির কাজ শেষ হবে বলে আশাবাদী র্নিমাতারা।

তথ্যচিত্রটিতে বঙ্গবন্ধুর ছাত্রজীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তাঁর কর্মকাণ্ড তুলে ধরা হবে। এর মধ্যে জাতির জনকের কলকাতার মৌলানা আজাদ কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, ব্রিগেডের ময়দানে আগুন ঝরানো ভাষণসহ তাঁর প্রিয় শহরের বিভিন্ন অলিগলি ক্যামেরাবন্দি করছেন গৌতম ঘোষ।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়