সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় বাসায় তিনি ফিরবেন বলে নিশ্চিত করেছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, দেশে করোনার প্রকোপ আবার বৃদ্ধি পাওয়ায় ম্যাডামকে বাসায় নিয়ে চিকিৎসার করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। তাই আশা করা যাচ্ছে সন্ধ্যায় ম্যাডাম বাসায় ফেরার ছাড়পত্র পাবেন।
তিনি আরো বলেন, বিকেলে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে অবগত করতে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে তার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত জানাবেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, ১০ জুন রাতে হৃদরোগের সমস্যা নিয়ে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। হার্টে রিং পরানোর পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ১৫ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর পর থেকে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানা যায়।
দিনবদলবিডি/এমআর