ম্যানইউ ছাড়তে মরিয়া রোনালদো

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:২৫, শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১০ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দলবদলের বাজারে ক্লাবের অনিশ্চিত যাত্রা দেখে ইউনাইটেড ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন দলটির কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।

অথচ নতুন কোচ এরিক টেন হাগের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের আরো সক্রিয় হওয়ার কথা ছিল। সেখানে প্রায় দেড় মাস ধরে এক ফ্রেংকি ডি ইয়ংয়ের দলবদল নিয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনার বৃত্তে আটকে আছে তারা। বার্সেলোনা এই ডাচ মিডফিল্ডারের জন্য ৭০ থেকে ৮০ মিলিয়ন ইউরো চাচ্ছে, ইউনাইটেড ৫০ থেকে ৬০ মিলিয়নের এই দলবদল সম্পন্ন করতে চায়।

এছাড়াও জুরিয়েন তিম্বার, অ্যান্টনির জন্য ডাচ চ্যাম্পিয়ন আয়াক্সের সঙ্গে আলোচনা চলছে তাদের। সেখানেও কোনো সুখবর নেই, অগ্রগতি নেই ফ্রি-তে ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনকে ভেড়ানোর ব্যাপারেও।

দলবদলের বাজারে এই বেহাল অবস্থা দেখে ইউনাইটেড এবং ওল্ড ট্রাফোর্ডে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রোনালদো।

পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ড জানিয়েছে, এমতাবস্থায় ক্লাব ছাড়ার কথা ভাবছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নিজের চুক্তির শেষ বছরে রয়েছেন রোনালদো। গত মৌসুমে গোলমুখে তার সহজাত নৈপুণ্যের কারণেই পয়েন্ট টেবিলের ছয়ে থেকে লিগ শেষ করে ইউনাইটেড। গত মৌসুমে ক্লাবটির হয়ে ৩৮ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন তিনি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়