সবজির গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে নারী-শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৩১, শনিবার, ৬ আগস্ট, ২০২২, ২২ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া অধ্যুষিত আবাসিক বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন…

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া অধ্যুষিত আবাসিক বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৮ জন। শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।  খবর রয়টার্সের।

আইএস এক বিবৃতিতে দাবি করেছে, পশ্চিম কাবুলে হামলায় অন্তত ২০ জনের মতো হতাহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে একটি জনবহুল স্থানে।

তালেবানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে সবজির গাড়িতে রাখা হয়েছিল বোমা। বিস্ফোরণের কারণে ৫০ জনের মতো হতাহত হয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু।

তিনি বলেন, নিহতদের সংখ্যা বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কেননা, আহত অধিকাংশেরই অবস্থা গুরুতর।

২০১৪ সাল থেকে আফগানিস্তানে কাজ করছে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন। তালেবান গত বছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে এ গোষ্ঠী এখন দেশটির জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়