ঢাকা ছেড়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই…
দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দিনের হিসেবে দুই দিনের সফর হলেও চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় অবস্থান করেছেন ২৪ ঘণ্টারও কম।
শনিবার (৬ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।
আরো পড়ুন: ৪ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-চীন
এর আগে, দুই দিনের সফরে শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
দিনবদলবিডি/Rony