ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলেই হারাল ভারত
স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ
সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাসহ চার ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল ভারত। নেতৃত্বের ভার পড়েছিল হার্দিক পান্ডিয়ার কাঁধে।
তবু ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলেই হারিয়েছেন সফরকারীরা। এরই সঙ্গে একটি ইতিহাসও গড়া হয়ে গেল ভারত দলের। দলটির তিন স্পিনারই নিয়েছে উইন্ডিজদের সবকটি উইকেট, যা এর আগে কখনো ঘটেনি।
ফ্লোরিডার লডারহিলে রবিবার রাতে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৮৮ রান।
জবাবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে ১৫.৪ ওভারে ১০০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৮৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত।
ক্যারিবীয়দের ১০ উইকেট শিকার করেছেন ভারতের তিন স্পিনার। রবি বিষ্ণুই ৪, কুলদীপ যাদব ৩ ও অক্ষর প্যাটেল নিয়েছেন ৩ উইকেট।
দিনবদলবিডি/এমআর