মংলাবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:২৬, মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ২৫ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ভারতের ওড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে মংলাবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আজ (মঙ্গলবার, ৯ আগস্ট) ভোর থেকে মংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় জুড়ে থেমে থেমে হালকা-মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

মংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, ওড়িষ্যা উপকূলে লঘুচাপের সৃষ্টি হওয়ায় মংলায় ৩ স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে আজ ও কালও বৃষ্টিপাত হবে। দুদিন পর বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওড়িষ্যার লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে সতর্ক সংকেতও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই ওড়িষ্যার লঘুচাপটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ লঘুচাপটি দুর্বলও হয়ে যেতে পারে। তার পরও এটি নিম্নচাপে রূপ নিলে তা ওড়িষ্যা উপকূল অতিক্রমের সম্ভাবনা রয়েছে। তখন এ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেও জানান তিনি।

৩ নম্বর সতর্ক সংকেতের মধ্যেও মংলা বন্দরে অবস্থানরত সব দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস ও পরিবহণের কাজ একেবারে স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ বলেন, সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি দুই থেকে আড়াই ফুট বেড়েছে। আর সাগরের মাছ ধরার ৫০/৬০ ট্রলার দুবলার মেহেরআলী, ভাঙ্গার খাল ও ভেদাখালী খালে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন এ বন কর্মকর্তা।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়