পাকিস্তানে আত্মঘাতী হামলায় চার সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ
পাকিস্তানে আত্মঘাতী হামলায় চার সেনা নিহত হয়েছেন…
পাকিস্তানে আত্মঘাতী হামলায় চার সেনা নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক বহরে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং এই তথ্য জানিয়েছে। খবর ডনের।
পাকিস্তানের সেনাবাহিনী এই ঘটনা তদন্ত শুরুর তথ্য জানিয়েছে। সেনাবাহিনী সন্ত্রাসবাদের নির্মূল করতে বদ্ধপরিকার বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী জেলায় পাকিস্তানের নিরপত্তা বাহিনীর ওপর কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
গত ৪ জুলাই এই অঞ্চলে এক সামরিক বহরে আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য আহত হন।
দিনবদলবিডি/Rony