দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিতে প্রাণ গেল ৮ জনের

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৬, মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ২৫ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রবল বৃষ্টিতে আটজন নিহত হয়েছেন…

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রবল বৃষ্টিতে আটজন নিহত হয়েছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা এবং শত শত লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে তিনজন বৃষ্টির পানিতে ডুবে যাওয়া বেসমেন্টে আটকা পড়েন। এছাড়া আরো ৯ জন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে সিউলের কিছু অংশে মোট ৪২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে সর্বোচ্চ ৩ মাত্রার জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ছবিতে দেখা গেছে, শহরজুড়ে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে। রাস্তায় মানুষ তাদের উরু পর্যন্ত পানিতে হেঁটে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল মঙ্গলবার ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, তিনি একটি প্লাবিত এলাকা পরিদর্শন করবেন এবং অতিরিক্ত ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করবেন। সূত্র: সিএনএন

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়