বিদ্যুৎ ও অর্থ ঘাটতি নিয়ে যা বললেন পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৯:১৫, মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ২৫ শ্রাবণ ১৪২৯
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দরিদ্রদের মধ্যে অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দরিদ্রদের মধ্যে অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: সংগৃহীত

বিদ্যুতের সমস্যা, অর্থ ঘাটতিসহ সবকিছু মাসখানেকের মধ্যে ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিদ্যুতের সমস্যা, অর্থ ঘাটতিসহ সবকিছু মাসখানেকের মধ্যে ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দরিদ্র মানুষের মধ্যে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এম এ মান্নান বলেন, ‘অর্থের ঘাটতিতে পড়ে আমরা কিছুটা অসুবিধায় আছি। এ সমস্যা আমরা তৈরি করিনি। অন্য রাষ্ট্রের তৈরি করা সমস্যা আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। গ্রামকে আলোকিত করেছি। এখন বিদ্যুৎ কিছুটা কম পেলেও মাসখানেকের মধ্যে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’ তিনি এ জন্য মানুষকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।

সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বন্যায় যাদের ক্ষতি হয়েছে, তাদের কষ্ট দূর করতে সরকার চেষ্টা করছে, আরও করবে। সরকার কষ্টে থাকা মানুষের সঙ্গে আছে। এবারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে। সরকার তাদের সহায়তা দিচ্ছে, আরও দেবে।’

সরকারকে একটু সময় দেওয়ার অনুরোধ জানিয়ে এম এ মান্নান বলেন, ‘শেখ হাসিনার সরকার গরিব মানুষের সরকার। আপনারা ভোট দিয়েছেন, এ জন্য গরিবের সরকার ক্ষমতায় আছে। আবারও ভোট দেওয়ার সময় আসবে।' 

যারা গরিবের কাজ করে, তাদেরই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলার একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১ হাজার ২৫০ জনের মধ্যে ৫ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করেন তিনি। তিনি শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা। অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়