অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই জুয়েলের অস্ত্রের লাইসেন্স বাতিল

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:১২, বুধবার, ১০ আগস্ট, ২০২২, ২৬ শ্রাবণ ১৪২৯
ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর হামলার পর অস্ত্র হাতে জুয়েলের এই দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবি: সংগৃহীত

ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর হামলার পর অস্ত্র হাতে জুয়েলের এই দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবি: সংগৃহীত

অস্ত্র হাতে ভাইরাল হওয়া কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের যুবলীগ নেতা…

অস্ত্র হাতে ভাইরাল হওয়া কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের যুবলীগ নেতা মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

মঙ্গলবার (৯ আগস্ট) চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুয়েলের অস্ত্রের লাইসেন্স বাতিল করে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, গত ১৪ জুলাই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়, সেখানে মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের নামে ইস্যু করা অন্ত্র যা দেখতে অত্যাধুনিক ও সামরিক বাহিনীর অস্ত্রের মতো মনে হলেও পয়েন্ট২২ (.২২) বোর জিএসজি-৫ মডেলের রাইফেল তিনি হাতে ধরে আছেন। এ অস্ত্রটি প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করায় তার মালিকানাধীন আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেটির লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬-এর অনুচ্ছেদ ২(ক) এবং অস্ত্রআইন ১৮৭৮-এর ১৮(ক) ধারা অনুযায়ী কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে ইস্যু করা তার আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিল করা হলো।

গত ১৪ জুলাই চৌদ্দগ্রাম উপজেলার ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের গাড়িতে হামলার অভিযোগে জুয়েলের আগ্নেয়াস্ত্র হাতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরদিন মনিরুজ্জামান জুয়েলের স্ত্রী আগ্নেয়াস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দেন এবং গত ১৭ জুলাই জুয়েলকে একটি চেক ডিজওনার মামলায় গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে ঢাকা বনানী থেকে গ্রেফতার করা হয়। পরদিন ১৮ জুলাই চৌদ্দগ্রাম থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত মনিরুজ্জামান জুয়েলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জুয়েল বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। 

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়