এবারের প্রথম এলক্লাসিকো ১৬ অক্টোবর

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৮, শনিবার, ২৫ জুন, ২০২২, ১১ আষাঢ় ১৪২৯
মেসি ও রামোস      -ফাইল ফটো

মেসি ও রামোস -ফাইল ফটো

নয়া মৌসুমের ফুটবল সূচি ঠিক হয়ে গেছে স্পেনীয় শীর্ষ ফুটবল টুর্নামেন্ট লা লিগার। সে মোতাবেক আগস্ট মাসের ১৩-১৪ স্প্যানিশ ফুটবলের শীর্ষ লীগ শুরু হবে এবং শেষ হবে ২০২৩ সালের ৪ জুন। মাঝখানে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ৯ নভেম্বর থেকে৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে টুর্নামেন্ট।

অবশ্য ফিফা বিশ্বকাপের আগেই সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়ে যাবে, ১৬ অক্টোবর। দুইদলের ফিরতি ম্যাচ ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত হবে পরের বছর, অর্থাৎ ২০২৩ সালের ১৯ মার্চ।

আগামী আগস্টে লা লিগা ফুটবলেরশিরোপা রক্ষার মিশনে নামবে রিয়াল মাদ্রিদ। তাদের প্রথম প্রতিপক্ষ দ্বিতীয় বিভাগ থেকে উন্নীত আলমেরিয়া। অপরদিকে রায়ো ভায়েকানোর বিপক্ষে হোম ম্যাচ দিয়ে ২০২২-২৩ লিগ মিশন শুরু অপর স্পেনিশ জায়ান্ট বার্সেলোনা।

আর প্রতিবেশী গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়ে নয়া লিগ মিশন শুরু করবে স্পেনীয় ফুটবলের আরেক প্রতিষ্ঠিত শক্তি অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের দুই ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ সেপ্টেম্বর ও২৬ ফেব্রুয়ারি।

দিনবদলবিডি/একে

সর্বশেষ

পাঠকপ্রিয়