স্বামীর দ্বিতীয় বিয়ে, ট্রেনের নিচে ঝাঁপ দিলেন প্রথম স্ত্রী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:০৬, শনিবার, ২৫ জুন, ২০২২, ১১ আষাঢ় ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে খালেদা আক্তার (৩২) নামে এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর-যমুনা সেতুর রেল সড়কে মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলসেতু এলাকায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। তিন সন্তানের জননী খালেদা উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

এলাকাবাসী জানান, রশিদ দেওহাটা গ্রামের হালিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন মীর দেওহাটা গ্রামের খালেদা আক্তারকে বিয়ে করেন।

তাদের সংসারে দুই ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। আনোয়ার দুই বছর আগে রশিদ দেওহাটা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আক্তারকে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি এক সপ্তাহ আগে প্রথম স্ত্রী খালেদা জানতে পারেন। এর পর থেকে তাদের সংসারে দাম্পত্য কলহ শুরু হয়। শনিবার সকালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে ধেরুয়া রেল সেতু এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা কমিউটার (৯৯) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন খালেদা। গোড়াই ইউপির সদস্য রশিদ দেওহাটা গ্রামের বাসিন্দা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে গাজীপুরের জিআরপি পুলিশকে জানানো হয়েছে।  

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়