সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন (ভিডিও)
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
শনিবার (১৮ জুন) সকালে ডেলাওয়্যার রাজ্যে তার সমুদ্র সৈকত ঘেঁষা বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একটু স্বস্তির জন্য ফার্স্ট লেডি জিল বাইডেনকে সঙ্গে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন জো বাইডেন। এ সময় সৈকতের একটি পার্কের কাছে দর্শকদের সঙ্গে কথা বলার সময় সাইকেল থামান তিনি। কিন্তু নামার সময় তার পা প্যাডেলে আটকে গেলে হঠাৎ পড়ে যান বাইডেন।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সাইকেল থেকে পড়ার পরই উঠে দাঁড়ান বাইডেন। পরে তাকে বলতে শোনা যায়, ভালো আছি।
সাইকেল থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাইডেনকে তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাহায্য করেন। তবে তিনি ভালো আছেন। আগামী নভেম্বরে ৮০ বছরে পা রাখতে যাচ্ছেন জো বাইডেন।
দিনবদলবিডি/আরএইচ