ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০৪, রবিবার, ২৬ জুন, ২০২২, ১২ আষাঢ় ১৪২৯

প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (২৫ জুন) দিনগত রাত সোয়া ১০ টার দিকে নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোয়ালন্দ ঘাটগামী দ্রুত গ‌তির এক‌টি ট্রাক বিপরীত দিকে থেকে আসা এক‌টি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। আহতাবস্থায় অপর দুইজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটি‌ জব্দ করা গেলে চালক ও তার সহকারী পা‌লিয়ে‌ গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়