পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেওয়া বায়েজিদ ৭ দিনের রিমান্ডে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:৪৭, সোমবার, ২৭ জুন, ২০২২, ১৩ আষাঢ় ১৪২৯
বায়েজিদ তালহা

বায়েজিদ তালহা

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ঘটনায় গ্রেপ্তার বায়েজিদ তালহাকে (৩১) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সালেহুজ্জামান তাকে সাত দিনের রিমান্ডে পাঠান। আদালতের কোর্ট পরিদর্শক জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। এরপর শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রবিবার অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বায়েজিদ তালহাকে পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক ভিডিও করতে দেখা যায়। এরপর ওইদিন বিকেলেই রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়