চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫০ বসতঘর পুড়ে ছাই

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:১১, মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১৪ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রামের মধ্যম হালিশহরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কেএম রায়হানুল আশরাফ।

তিনি বলেন, ‘মধ্যম হালিশহরের একটি কলোনির বসতবাড়িতে রাত সাড়ে ৮টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও বলেন, ‘আগুনে ৫০টি বসতঘর পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়