বাণিজ্যমন্ত্রীর নাম ব্যবহার করে চাকরির প্রলোভন, সতর্ক থাকার আহ্বান

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৩৯, বুধবার, ২৯ জুন, ২০২২, ১৫ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারে যোগাযোগ করে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

মন্ত্রী ও তার একান্ত সচিবের (পিএস) নাম ব্যবহার করে এই প্রতারণা করছে একটি চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এই আহ্বান জানায়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল লতিফ বকসী জানান, এ বিষয়ে ঢাকার রমনা মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না। তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। 

এতে আরও জানানো হয়, বাণিজ্যমন্ত্রীর নামে প্রতারণার দায়ে পুলিশ, সিআইডি ও র‍্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়