সিলেটে ফের ভারী বৃষ্টি, আতঙ্কে বানভাসি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:২০, বুধবার, ২৯ জুন, ২০২২, ১৫ আষাঢ় ১৪২৯
ফাইল ছবি

ফাইল ছবি

গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। এরমধ্যে আবারও ভারী বৃষ্টিপাতে বানভাসি মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পাঁচ দিন টানা রোদের পর মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সিলেটে মুষলধারে বৃষ্টি হয়।

তবে চলতি সপ্তাহে হালকা ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও বড় ধরনের বন্যা হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সিলেট পাউবোর উপ-সহকারী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা বলেন, সিলেটে বৃষ্টি হলেও পানি বাড়ার শঙ্কা নেই। কিন্তু ভারতে বৃষ্টি হলে সিলেটে পাহাড়ি ঢল নামতে পারে। এতে ফের বন্যার অবনতি হওয়ার শঙ্কা আছে।

সিলেটের আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, চলতি সপ্তাহে সিলেটে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

নগরীর তেররতন এলাকা বাসিন্দা আহমদ আলী বলেন, বন্যার পানি কমতে শুরু করলেও তেররতন এলাকার পানি যেন আটকে আছে। কয়েকদিন যাবত দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে রিকশায় চলাচল করলেও মঙ্গলবার রাতের বৃষ্টিতে আবার পানি বেড়েছে। ফলে এলাকার বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।

গত কয়েক দিনে সুরমার পানি কমেছে, তবে চোখ রাঙাচ্ছে কুশিয়ারা নদী। এ নদীর পানি বেড়ে গিয়ে সিলেটের ছয়টি উপজেলা প্লাবিত হয়েছে।

১৫ জুন থেকে শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেট মহানগরীর অধিকাংশ এলাকা, পাঁচটি পৌরসভা, ১৩ উপজেলার ১০৫টি ইউনিয়নের মধ্যে ৯৯টিই বন্যা কবলিত হয়।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়