উত্তেজিত ‘তুফান’র দাম ১৭ লাখ টাকা
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
বিশাল আকৃতির এই গরুর দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ সাড়ে ৫ ফুট আর ওজনে ৩০ মণ। গরুর মালিক খামারি আল আমিন এর দাম হাঁকিয়েছেন ১৭ লাখ টাকা।
হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি চার বছর ধরে লালনপালন করে আসছেন গৌরীপুরের চরশ্রীরামপুর গ্রামের খামারি আল আমিন। তিনি বলেন, আমাদের খামারে দুই শতাধিক গাভি রয়েছে। সেই গাভির বাচ্চা হচ্ছে তুফান। গরুটি উত্তেজিত স্বভাবের হওয়ায় নাম রাখা হয়েছে তুফান।
এ খামারি বলেন, এক হাজার কেজি ওজনের তুফানের দাম চাচ্ছি ১৭ লাখ টাকা। এবার ঈদে যদি বাইরে থেকে গরু না আসে, তাহলে হয়তো আমরা আমাদের প্রকৃত মূল্য পাব। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলকে একটু তদারকি করার জন্য আহ্বান জানাচ্ছি।
দিনবদলবিডি/এমআর