১০০ কোটি টাকা দিয়ে পচেত্তিনোকে বিদায়

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:২৫, শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১৭ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

অবশেষে পিএসজির কোচের পদ ছাড়তে সম্মত হয়েছেন মরিসিও পচেত্তিনো। বড় অঙ্কের ক্ষতিপূরণ পকেটে পুরেই ফরাসি চ্যাম্পিয়নদের দায়িত্ব ছাড়ছেন এই আর্জেন্টাইন কোচ।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আলোচনার পর পচেত্তিনোকে কোচের পদ থেকে অব্যাহতি দিতে তার সঙ্গে একটি চুক্তি করেছে পিএসজি। 

সেই চুক্তি অনুযায়ী, পচেত্তিনো এবং তার কোচিং দলকে ক্লাব ছাড়ার বিনিময়ে ১০ মিলিয়ন ইউরো বা  বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে প্যারিসিয়ান ক্লাবটি।

গত বছরের জানুয়ারিতে পিএসজির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। ২০২১-২২ মৌসুমে ক্লাবকে ঘরোয়া লিগ জিতিয়েছেন এই কোচ, তবে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই মৌসুমে ব্যর্থতার কারণেই চাকরি হারাতে হচ্ছে তাকে।

পচেত্তিনোর উত্তরসূরি হিসেবে দীর্ঘ সময় জিনেদিন জিদানের নাম ভেসে বেড়ালেও শেষ পর্যন্ত জানা গেছে, জিদান নয়, বরং লিলের কোচ ক্রিস্তোফ গলতিয়েরের ব্যাপারে বেশি আগ্রহী পিএসজি। গলতিয়েরের সঙ্গে কথাবার্তা প্রায় পাকাপাকি হয়ে গেছে পিএসজির, পচেত্তিনোকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরপরই আসতে পারে গলতিয়েরকে কোচ হিসেবে নিয়োগের ঘোষণা।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়