১৫ দিন পর সিলেটের আকাশে প্রখর রোদ, কমছে পানি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:০৮, শনিবার, ২ জুলাই, ২০২২, ১৮ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

প্রায় ১৫ দিন পর সিলেটের আকাশে সূর্যের দেখা মিলেছে। আজ শনিবার সকাল থেকে সিলেটে মেঘমুক্ত নীল আকাশ দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তাপ।

এদিকে গতকাল শুক্রবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় কমেছে নদ-নদীর পানি। দীর্ঘদিন পর সকাল থেকেই সূর্য তাপ ছড়ানোয় সিলেটের বিভিন্ন এলাকার বন্যাকবলিত এবং নগরের বাসিন্দাদের মধ্যে অনেকটা স্বস্তি দেখা দিয়েছে।

এর আগের কিছুদিন সিলেটে সাতসকালে পরিষ্কার সূর্যের দেখা পাওয়া যায়নি। দুপুরের দিক থেকে এক–আধটু তাপ ছড়িয়েছিল সূর্য। তবে আজ সকাল থেকে সূর্য তাপ ছড়িয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টা পর্যন্ত সিলেটের দুটি নদীর পানি চারটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও পানি কমছে। নদীর কোনো কোনো পয়েন্টে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টার ব্যবধানে দশমিক ২০ সেন্টিমিটার থেকে দশমিক শূন্য ২ সেন্টিমিটার কমেছে।

সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি কমছে, তবে অনেকটা ধীরগতিতে। তিনি বলেন, সিলেটে আগামী ১০ দিনের মধ্যে বন্যার আগাম কোনো সতর্কতা নেই।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়