পদ্মা সেতু এলাকায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
শনিবার বিকেল ৩টার দিকে টোলপ্লাজার আগে নাওডোবা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৬০ বছর বয়সী নিহত আব্দুল মোল্লার বাড়ি কিশোরগঞ্জের আগানগর থানার টাগাইয়া গ্ৰামে।
পদ্মা দক্ষিণ থানার ওসি মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাইক্রোবাসের অন্য আরোহীরা জানান, শনিবার ভৈরবের আগানগর ইউনিয়নের ৮০ জন বাসিন্দা সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। সকালে সেতু পার হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পদ্মা সেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। সড়কে মাইক্রোবাস উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল হক মারা যান। আহত হন অন্তত ১৫ জন।
দিনবদলবিডি/এমআর