এবার সমকামীদের ‘লাল কার্ড’ দেখাল কাতার
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
বিশ্বকাপ চলাকালে দেশটিতে অবৈধ শারীরিক সম্পর্কের বিষয়ে কড়া সতর্কতা আগেই জারি করেছিল দেশটি, এবার সমকামীদের উদ্দেশেও সতর্কবার্তা ছুঁড়ে দিল।
মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ কাতারে সমকামীতা নিষিদ্ধ, এই কারণে সমকামী ফুটবলপ্রেমী অতিথিদের নিরাপত্তা প্রদান করতে পারবে না বলে জানা গেছে। কাতারের আইন অনুযায়ী সমকামীতার শাস্তি হিসেবে তিন বছরের কারাদন্ড থেকে মৃত্যুদন্ডও দেওয়া হতে পারে।
নর্ডিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা অনুমোদিত ৬৯টি হোটেলের মধ্যে তিনটি হোটেলে সমকামী যুগলদের থাকতে দেওয়া হবে না। ২০টি হোটেলে থাকতে দেওয়া হলেও নানা শর্তারোপ করা হয়েছে। আর বাকি হোটেলগুলোতে সমকামী ফুটবল অনুরাগীদের থাকতে দেওয়া হবে।
এদিকে, ফিফা অবশ্য আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে অতিথিদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নইলে বিশ্বকাপ আয়োজনের চুক্তি বাতিলের কথা ভাবা হতে পারে।
দিনবদলবিডি/এমআর