২৪ ঘণ্টায় আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫০, শনিবার, ২ জুলাই, ২০২২, ১৮ আষাঢ় ১৪২৯
ফাইল ছবি

ফাইল ছবি

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৯ জনের মধ্যে ৪৭ জনই ঢাকার বাসিন্দা। আর বাকি দুজন অন্যান্য জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তামানে ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৬ জন ঢাকার বাইরে এবং ১৪৫ জন ঢাকাতে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ১ হাজার ৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং একজন মারা গেছেন।

প্রসঙ্গত, গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়