আজ দেওয়া হচ্ছে ৭ জুলাই এর টিকিট

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৮:৪৮, রবিবার, ৩ জুলাই, ২০২২, ১৯ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

আসন্ন ঈদ যাত্রায় ট্রেনের টিকিটের প্রত্যাশায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনেই দিন ও রাত পার করছেন টিকিটপ্রত্যাশীরা।

তবে ভিড় ও ভ্যাপসা গরমে ট্রেনের টিকিটপ্রত্যাশীদের ভোগান্তি চরমে। দীর্ঘ অপেক্ষার পরও টিকিট পাওয়া নিয়ে শঙ্কা অনেকের। অনলাইনে সেবা না পেয়ে কাউন্টারেই আসছেন বেশির ভাগ মানুষ।

কেউ দাঁড়িয়ে, কেউবা শুয়ে। আবার কেউ গল্প আর আড্ডা দিয়ে সময় পার করছেন কমলাপুর রেলস্টেশনে। ঈদে বাড়ি যাওয়ার একটি টিকিটই তাদের প্রত্যাশা। রবিবার (৩ জুলাই) দেয়া হচ্ছে বৃহস্পতিবারের (৭ জুলাই) টিকিট।

শনিবার (২ জুলাই) থেকেই লাইনে দাঁড়িয়েছেন টিকিটপ্রত্যাশীরা। অপেক্ষার প্রহর দিন পেরিয়ে রাত। আর মধ্যরাত থেকে কাউন্টারের সামনের অংশ কানায় কানায় পূর্ণ টিকিটপ্রত্যাশীদের সমাগমে।

দিনরাত টানা অপেক্ষায় নাজেহাল যাত্রীরা। অনলাইন ওয়েবসাইট কিংবা ‘রেল সেবা’ অ্যাপ কাজ না করায় টিকিট না পাওয়ার অভিযোগ অনেকের। বাধ্য হয়ে স্টেশনে আসছেন বলে জানান তারা।

এদিকে শনিবার কমলাপুরের টিকিট কাউন্টার পরিদর্শনে আসেন রেলমন্ত্রী। চাহিদার তুলনায় রেলের টিকিটের সক্ষমতা কম বলে জানান মন্ত্রী।

এবার ৬ জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে ঈদ যাত্রায় যুক্ত হবে অতিরিক্ত ৬৭টি কোচ।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়