সৌদিতে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৮:৫৯, সোমবার, ৪ জুলাই, ২০২২, ২০ আষাঢ় ১৪২৯
নিহত মো. খয়বর হোসেন

নিহত মো. খয়বর হোসেন

হজের উদ্দেশ্যে সৌদি আরব  গিয়ে আরো এক বাংলাদেশি হজযাত্রী মৃত্যু হয়েছে। তার নাম মো. খয়বর হোসেন (৫৫)। রংপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- EF0156162। রবিবার (৩ জুলাই) পবিত্র মক্কায় খয়বর হোসেনের মৃত্যু হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ আট ও নারী চারজন।

অন্যদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর রবিবার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন বাংলাদেশি হজযাত্রী।

এ পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৮৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৬২ জন রয়েছেন।

১৫৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদিয়ার ৬০টি এবং ফ্লাইনাসের ১১টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

বাংলাদেশি হজযাত্রীর জনতাত্ত্বিক পরিসংখ্যান প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে দেখা গেছে, হজযাত্রীদের মধ্যে ব্যবসায়ী ২৬ দশমিক ১৮ শতাংশ, গৃহিণী ২৯ দশমিক ৬০ শতাংশ, চাকরিজীবী ১৬ দশমিক ২৫ শতাংশ, কৃষিজীবী ৮ দশমিক ৫২ শতাংশ এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন ৪ দশমিক ৯৮ শতাংশ।

হজ যাত্রীদের বয়স ভিত্তিক শ্রেণীবিন্যাসে দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়সী ৬১ দশমিক ৫৮ শতাংশ, ৪১-৬০ বছর বয়স ৬৫ দশমিক ৮২ শতাংশ, ১৮-৪০ বছর বয়সী ১২ দশমিক শূন্য ৪ শতাংশ, ১৮ বছরের কম বয়সী রয়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশ।

হজযাত্রীদের মধ্যে পুরুষ ৬৫ ও নারী ৩৫ শতাংশ

অন্যদিকে আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের হজযাত্রী সবচেয়ে বেশি, এ বিভাগের হজযাত্রী ৩৭ শতাংশ। এছাড়া হজযাত্রীদের মধ্যে চট্টগ্রামে ১৮, রাজশাহী ১৮, খুলনার ৭, রংপুরের ৯, ময়মনসিংহের ৬, বরিশালের তিন ও সিলেটের দুই শতাংশ রয়েছে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়