পদ্মা সেতু হয়ে বাড়ির পথে প্রধানমন্ত্রী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৪৮, সোমবার, ৪ জুলাই, ২০২২, ২০ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের কাছে আশা-আকাঙ্ক্ষার এক প্রতীক। এখন যা বাস্তবে দৃশ্যমান। সপরিবারে সেই সেতু হয়ে আপন জেলা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতুর ওপর দিয়ে নিজ জেলায় যাচ্ছেন তিনি।

রাষ্ট্রীয় বাসভবন গণভবন থেকে সোমবার (৪ জুলাই) সকাল ৮টার পরপর টুঙ্গিপাড়ার পথে রওনা হন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, পদ্মা সেতু পাড়ি দিয়ে বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছাবেন তিনি।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি।

সেখানে বিভিন্ন সরকারি কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছে তার প্রেস উইং। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করে নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাজিরা প্রান্ত থেকে তিনি ফিরেছিলেন আকাশপথে হেলিকপ্টারে করে।

এবারের সফরসূচি ঠিক থাকলে সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় যেমন যাবেন, তেমনি পদ্মা হয়েই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়