সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সোনারগাঁয়ের কারখানার আগুন
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
সোমবার সকাল ৭ টা ৪০ মিনিটে কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ষ্টেশনের ১৪টি ইউনিট ও মেঘনার ব্যবস্থাপনায় আরো কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ নিরন্তর করে। অবশেষে ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরো পড়ুন >>> সোনারগাঁয়ে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপন করা সম্ভব হয়নি। তদন্তের পর তা জানা যাবে।
দিনবদলবিডি/এমআর