বিষন্নতায় বিশ্বে ৭ম বাংলাদেশ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:১২, সোমবার, ৪ জুলাই, ২০২২, ২০ আষাঢ় ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাগ-ক্ষোভ-ক্রোধ, মানসিক চাপ ও বিষন্নতা-বিমর্ষতার দিক বিবেচনায় বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। এ তালিকার প্রথম স্থানে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।

নতুন এক বৈশ্বিক জরিপে এ তথ্য উঠে এসেছে। 'বৈশ্বিক আবেগ প্রতিবেদন ২০২২' শিরোনামের এই জরিপের ফল সম্প্রতি প্রকাশ হয়েছে। জরিপের সূচকে আফগানিস্তানের স্কোর ৫৯। আর সপ্তম স্থানে থাকা বাংলাদেশের স্কোর ৪৫।

গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশে জরিপটি পরিচালিত হয়। এতে মোট এক হাজার জন নাগরিক অংশ নেন।

বিশ্বের ১২২টি দেশের ১ লাখ ২৭ হাজার প্রাপ্তবয়স্ক মানুষ এই জরিপে অংশগ্রহণ করেন। জরিপের ফল বলছে, ২০২০ সালের চেয়ে ২০২১ সাল অনেক বেশি স্ট্রেসের ভেতর দিয়ে কাটিয়েছে  বিশ্বের মানুষ। 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়