ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার মারা গেছেন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:০৭, সোমবার, ৪ জুলাই, ২০২২, ২০ আষাঢ় ১৪২৯
তরুণ মজুমদার

তরুণ মজুমদার

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে মৃত্যু হয় তার। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় দীর্ঘদিন ধরেই কলকাতার এসএসকেএম হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন তিনি। গত ১৪ জুন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

১৯৩১ সালের ৮ জানুয়ারি বাংলাদেশের বগুড়ায় জন্ম তরুণ মজুমদারের। দীর্ঘ ৬০ বছরের ক্যারিয়ারে বানিয়েছেন অসংখ্য ছবি। দীর্ঘ ২ দশকের বেশি সময় কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৬৯ সালে ছবির জগতে পা রেখেই বানান উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সঙ্গে ‘চাওয়া পাওয়া’র মতো কালজয়ী ছবি। ১৯৬২ সালে ‘কাচের স্বর্গ’ বানিয়েছিলেন তরুণ মজুমদার যে ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। ২০২১ সালে দুটি খন্ডে প্রকাশিত হয় তার ৯৫ পৃষ্ঠার সুবিশাল স্মৃতিকথা।

বালিকা বধূ, নিমন্ত্রণ, কুহিলি, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, গণদেবতা, তার অন্যতম সিনেমাগুলির কয়েকটি। তরুণ মজুমদারের স্ত্রী সন্ধ্যা রায় নিজেও প্রভাবশালী প্রতিভা সম্পন্ন অভিনেত্রী। তিনিও তার ২০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তার হাত ধরেই উঠে এসেছে মৌসুমী চট্টোপাধ্যায়, তাপস পালের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়