পদ্মা সেতুর উদ্বোধনের দিন তিন সেতুর টোল মওকুফ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আগামী ২৫ জুন মাওয়া রোডের বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হয়েছে।
আজ সোমবার (২০ জুন) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পদ্মা সেতু উদ্বোধনের দিন (কেবল ২৫ জুনের জন্য) অভ্যাগত অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার স্বার্থে একই করিডোরে অবস্থিত বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হলো।’ সূত্র : বাসস
দিনবদলবিডি/এইচএআর