পদ্মা সেতুর উদ্বোধনের দিন তিন সেতুর টোল মওকুফ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:২১, সোমবার, ২০ জুন, ২০২২, ৬ আষাঢ় ১৪২৯
পদ্মা সেতুর ফাইল ছবি

পদ্মা সেতুর ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আগামী ২৫ জুন মাওয়া রোডের বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হয়েছে।

আজ সোমবার (২০ জুন) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‌‌‘পদ্মা সেতু উদ্বোধনের দিন (কেবল ২৫ জুনের জন্য) অভ্যাগত অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার স্বার্থে একই করিডোরে অবস্থিত বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হলো।’ সূত্র : বাসস

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়