বাসচাপায় শিক্ষার্থী আহত, উত্তরায় অবরোধে বিমানবন্দর সড়ক অচল
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
রাজধানীর উত্তরায় বাসের চাপায় মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করেছেন তার সহপাঠীরা। এতে সড়কটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রী ও পথচারীরা।
জানা গেছে দুর্ঘটনার পর সোমবার (২০ জুন) বিকেল থেকে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তাদের পুলিশ সরিয়ে দিলে তারা উত্তরার আজমপুর মোড়ে গিয়ে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস।
এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রথমে শিক্ষার্থীরা হাউজ বিল্ডিং নেমেছিলেন, তখন সবাই মাইলস্টোনের শিক্ষার্থী ছিলেন। পরে তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিলে হেঁটে হেঁটে তারা আবার আজমপুর গিয়ে আশপাশের সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সেখানে রাস্তা অবরোধ করে বসে পড়ে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, সন্ধ্যা হয়ে আসছে, তারা রাস্তা ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত যান চলাচল ব্যাহত হচ্ছে।
দিনবদলবিডি/এইচএআর