পদ্মা সেতু‌তে ২৪ হাজার ২০০ টাকা টোল দি‌লেন জয়

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:১১, সোমবার, ৪ জুলাই, ২০২২, ২০ আষাঢ় ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে পদ্মা সেতুতে টোল পরিশোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে পদ্মা সেতুতে টোল পরিশোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ সময় পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় ২৪ হাজার ২০০ টাকা টোল দেন তিনি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (অপা‌রেশন ও ব‌্যবস্থাপনা) মাহমুদুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য পদ্মা সেতু হয়ে সড়কপথে সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীর গণভবন থেকে রওনা হয়ে সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে বেলা ১১টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি।

এদিন গণভবন থেকে সকাল ৮টায় রওনা হয়ে ৮টা ৪০ মিনিটের দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। প্রধানমন্ত্রীর গাড়িবহর মাওয়া টোল প্লাজায় ৬ নম্বর লেন দিয়ে প্রবেশ করে।

এ সময় গাড়ি বহরের টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সব মিলিয়ে ২৪ হাজার ২০০ টাকা টোল পরিশোধ করেন তিনি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়