সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরো ১ জনের দেহাবশেষ উদ্ধার

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৪৩, মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ২১ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরো ১ জনের দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০ জনে।

সোমবার (৪ জুলাই) বিকালে ডিপোর টিনশেড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএম ডিপোর ভেতরে পরিষ্কার করতে গিয়ে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। টিন শেডের ভেতর থেকে মূলত ওই দেহাবশেষ পাওয়া যায়। শরীরের পুড়ে যাওয়া বিভিন্ন অঙ্গ, প্রত্যঙ্গ ছাড়াও মাথার খুলি পাওয়া গেছে। দেহাবশেষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ৫ জুন রাত ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে এবং আগুনের তীব্রতা বাড়ে। পরে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ শতাধিক।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়