পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব মেলেনি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:২৯, শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ২ পৌষ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

পৃথিবীতে এলিয়েন আসার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন…

পৃথিবীতে এলিয়েন আসার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

স্থানীয় সময় শুক্রবার পেন্টাগনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রোনাল্ড মোলট্রি এমন তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আকাশ, মহাকাশ ও পানিতে ইউএফও খুঁজতে গিয়ে তাদের কাছে অনেক প্রতিবেদন এসেছে। সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে এখন পর্যন্ত এমন কোনো কিছুর সন্ধান তারা পাননি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা আকাশে ১৪০ বারের বেশি ইউএফও দেখার দাবি করেছেন। এর মধ্যে ৮০টি বিভিন্ন সেন্সরে ধরা পড়ে।

এ নিয়ে সাংবাদিকদের রোনাল্ড মোলট্রি বলেন, আমরা এখনও খুব প্রাথমিক অবস্থায় আছি, তবে আমরা তেমন কিছু দেখিনি যার মাধ্যমে আমরা বিশ্বাস করতে পারব যে এলিয়েন পৃথিবীতে এসেছিল।

পেন্টাগনের নবগঠিত অল ডোমেইন অ্যানোমালি রেজ্যুলেশন অফিসের (এএআরও) পরিচালক সিন কির্কপ্যাট্রিক জানান, পৃথিবীর বাইরে অন্য কোনো প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এ বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা চালানো হচ্ছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়